কাহ্নুক গোঠ গমনে বিরহাতুর
ধৈরজ ধরই না পারি।
ব্রজগত যত জন সঙ্গহি ধাওল
অরু যত কুলবতি নারি।।
সজনী দেখ দেখ ব্রজ-জন-নেহ
নয়নে নয়নজল অঙ্গে পুলককুল
ভাবে অবশ ভেল দেহ।।
তিল এক বিরহ কলপ সম মানই
চীত-পুতলি সম হেরি।
ব্রজ-কুল-নন্দন বহুত যতনে পুন
ঘরহি পাঠাওল ফেরি।।
কাতর অন্তরে নিজ নিজ মন্দিরে
সবজন করল পয়াণ।
সহচরি রাই লেই চলু মন্দিরে
গোবিন্দদাস পিছে যান।।