কি আর দেখহ রাই।
কানু তুয়া গুণ গাই।।
পড়িয়া নিকুঞ্জ-ঠাম।
কেবল তোমার নাম।।
তুয়া পথ কত বেড়ি।
হেম রতন হার তোরি।।
ডারল আভরণ ভার।
তাম্বুল দূরে করি ডার।।
হেম নূপুর করি দূর।
না কহি বরণ পূর।। (?)
সে হেন নাগর রাজে।
অতি মান কভু সাজে।।
চণ্ডীদাস কহে ভালি।
তোঁহার ধেয়ান বনমালী।।