কি আর বলহ স্যামের বচন
তাহারি পিরিতি জানি।
রসাঞা রসাঞা পিরিতি করিঞা
পরাণ লইল টানি।।
বিরহ-সায়রে এড়িয়া নাগরে
বরাত মদন বাতি। (?)
কানু মধুপুর সদা মন ঝুরে
নাহি জানি দিবা রাতি।।
সে জন সঙরি নিসি দিশি বারি
নয়ন পুড়িয়া বহে।
আন কিবা জানে আনের সে বেথা
কহিলা কি জানি হয়ে।।
জে জানে যাহার মরম সরম
তাহারে এসব দিল।
সরম ঢাকিতে আর কে আছয়ে
তার সে দিলাঙ কুল।।
সেহেন সরল দেশে না রাখিলা
নিদানে এমতি ধারা।
চণ্ডীদাস বলে– সুন রসমই
পরাণ হারাবে পারা।।