কি করিলে মনসিজ- মত্ত মহোদ্ধত
দেখহ নয়ন পসারি।
ক্ষত বিক্ষত ভেল মঝু কুচ-মণ্ডল
নখর নিশানে তুহারি।।
নিরলজ অরু হাম কি কহব তোয়।
আপন মন্দিরে কৈছনে যাওব
ননদিনি কি কহব মোয়।।ধ্রু।।
মৃগমদ-চন্দন কর অনুলেপন
যৈছন নখ-পদ ছাপে।
আপন ভালাই চাহি বেণি বান্ধহ
চাঁচর চিকুর-কলাপে।।
রঙ্গিম যাবক আপন করে করি
দেহ মঝু পদ-যুগ-ধারে।
চন্দ্রশেখর কহে কান্তক করি বশ
কামিনি গরব বিথারে।।