কি কহবি মাধব তুরিতহিঁ কহ কহ
হম যায়ব আন-কাজে।
তো সঞে বাতহুঁ নহ মঝু সমুচিত
দোখ পাওব সখি-মাঝে।।
কি কহব সজনী কহিতে বা কিয়ে জানি
রাই তেজল অভিমানি।।
রাই তেজল বলি তুহুঁ যব তেজবি
তব বিখ ভুঞ্জব আনি।।
অহিরিণি কুরুপিণি গুণহিনি ভাগিহিনি
তাহে লাগি কাহে বিখ পিয়বি।
চন্দ্রাবলি-মুখ- চন্দ্র-সুধা-রস
পিবি পিবি যুগ যুগ জিয়বি।।
পদ্মা দপুমা গন্ধে মাতায়ব
ভদ্রা মঙ্গল দানে।
চন্দ্রশেখরে কহে শুন বহু বল্লভ
রাই পিরীতি কিবা জানে।।