কি কহব মাধব রাইক খেদ।
কহইতে হৃদয় হোয়ত মঝু ভেদ।।
অতি দুরবল তনু ধরই না পার।
কোকিল শবদে বহয়ে জলধার।।
ইহ মধুসময় পূরব রসখেল।
সোঙরি সোঙরি ধনি ঝামরি ভেল।।
বিরহ আনলে দহি বি-বরণ অঙ্গ।
বিষম বসন্ত তাহে মদনতরঙ্গ।।
রোই রোই কি কহয়ে কছু নাহি জান।
জনু পররলাপ কবিশেখর ভাণ।।