কি বা সে মোহন-বেশ ভুলাইলে সব দেশ
না রহে সতীর সতীপনা।
ভরমে দেখিলে তারে জনম ভরিয়া গো
ঝুরিয়া মরয়ে কত জনা।।
সই হাম কি করিলুঁ কেনে বা সে বাঢ়াইলুঁ
কি শেল হানিল জানি বুকে।
জাতি কুল শীলে সই বজর পড়িল গো
কালারূপ দেখি চৌখে চৌখে।।
কিবা সে নয়ান-বাণ হিয়ায় হানিল গো
গরল ভরিয়া রৈল বুকে।
কোন বা পামরী নারী আপনা রাখয়ে গো
আগুন জ্বালিয়া দি তার মুখে।।
খাইতে সোয়াস্ত নাই নিন্দ দূরে গেল গো
হিয়া ডহ ডহ মন ঝুরে।
উড়ু উড়ু আনছান ধক ধক করে প্রাণ
কি হৈল রহিতে নারি ঘরে।।
রসের মুরতি সে দেখিলে না রহে দে
বাতাসে-পাষাণ হয় পানী।
বলরাম দাসে বোলে সে অঙ্গ পরশ হৈলে
প্রাণ লৈয়া কি হয় না জানি।।