কি কহব রাইক লেহা।
তুয়া গুণ গনি গনি দশমী দশাশ্রমী
দুরবল ভেল নিজ দেহা।।
মাধব তুহুঁ যব আওলি মধুপুর
রাইক অথির পরাণ।
কানু কানু করি ফুকরই সুন্দরী
দিন রজনী নাহি জান।।
অঙ্গুলিক মুদরি সোই ভেল কঙ্কণ
কঙ্কণ গীমক হার।
চাঁদ কলাসম দিনে দিনে ক্ষীণ ভেল
হাস শ্বাস ভেল সার।।
ঐছন বচন শুনল যব মাধব
চলইতে পদযুগ কাঁপি।
প্রেমভরে পন্থ বিপথ না দরশই
লোরে নয়নযুগ ঝাঁপি।।
নিভৃত নিকুঞ্জে মিলল যব মাধব
তুরিতহি রাইক পাশ।
কানুক হৃদয় নিগড় ভুজ বন্ধন
কহতহিঁ গোবিন্দদাস।।