কি কহিলে সুধামুখি আমি মাঠে ধেনু রাখি
পুরুষে সকলি শোভা পায়।
রাজার নন্দিনী হয়ে মাথায় পসরা লয়ে
হাটে মাঠে কে ধেয়ে বেড়ায়।।
পদ্ম গন্ধ উড়ে গায় মধুলোভে অলি ধায়
অপরূপ শোভা আহিরিণী।
দেখিতে চাঁদের সাধ কোটি কাম উনমাদ
নিরুপম অমিয় নিছনি।।
তোমার নিজ পতি যে কেমনে ধরেছে দে
এ বেশে পাঠায়্যা দিয়া হাটে।
এমন রূপসী যদি মোরে মিলাইত বিধি
বসায়ে রাখিতাম সোনার খাটে।।
কানু কহে শুন রাই সব পুরুষের ধন নাই
ধন ধর্ম্ম সকলি কপালে।
যদুনাথ দাসে ভণে দূর বিকে যাবে কেনে
বিকিকিনি কর তরুমূলে।।