কি দেখিলাম যমুনার ঘাঠে লো নগর কানাইরে, শ্যাম কি দেখিলাম যমুনার ঘাঠে ? ধু
দক্ষিণে নাচএ ভুরু, সঘনে কম্পএ উরু, পাপিনী সাপিনী হৈল বাম।
আভাবে পড়িল বাধা, মুই কলঙ্কিণী রাধা, না জানি কি হয় পরিণাম।।
মুই যদি জানিতুম বাটে, কানাইয়া যমুনার ঘাঠে তবে কেনে ভরিতে আইলুম্‌ জল।
কৈয়াছিল গুরুজনে, সে কথা না ছিল মনে, পাইলাম তার প্রতিফল।।
জঙ্গম মেঘের আড়ে, যুগল খঞ্জন নাচে, তা দেখিয়া পড়ি গেলুম ভোলে।
হেন কভু না দেখিছি, লোকমুখে না শুনিছি, হেন পক্ষী আছএ গোকুলে।।
বংশী বটের তলে, ছায়া নাহি সুশোভিত, তাতে বসিতে না লয় মন।
অরুণ কিরণ তাপে, মু’খানি শুকাই যাবে, ক্ষুধাএ আঁখি অরুণ বরণ।।
কহে হীন আলাওলে, কেনে আইলুম্‌ তরুতলে, নয়ানে নয়ানে হৈল দেখা।
একধারা পন্থখানি, দুই ধারা হইতে নারি,শ্যমগায়ে লাগিয়াছে ধাক্কা।।