গৌরচন্দ্র নিত্যানন্দ অদ্বৈত পরামানন্দ
তিন প্রভু এক তনুমন।
ইথে ভেদবুদ্ধি যার সেই যাউ ছারখার।
তার হয় নরকে গমন।।
অদ্বৈতের করুণায় জীবে প্রেমভক্তি পায়
গৌরাঙ্গের পাদপদ্ম মিলে।
এমন অদ্বৈত চাঁদে পড়িয়া বিষয় ফাঁদে
পাইয়া সে না ভজিলুঁ হেলে।।
ধিক্ ধিক্ মুঞি দুরাচার।
করিলুঁ অসতসঙ্গ সকলি হইল ভঙ্গ
না ভজিলুঁ হেন অবতার।।ধ্রু।।
হাতে গলে বান্ধি যবে যমদূতে লৈয়া যাবে
তখন ডাকিব মুঞি কারে।
প্রেমদাস দুস্টমতি না হইল কোন গতি
এমন দয়াল অবতারে।।