কি হৈল আমারে রে বন্ধু কি হৈল আমারে। দিবা নিশি ঝুরে প্রাণি না দেখিয়া তোরে।।
এই সাধ করি মনে তোর লাগত পাই। তোমার পদের ধূলী নয়ানে লাগাই।।
কামবাণে হানে প্রাণি না দেখিলে প্রিয়া। গৃহছাড়া হৈয়া যাই তুই বন্ধুর লাগিয়া।।
সাধিয়া আপনা কাজ ছাড়ি গেল মোরে। পাগল হইলাম বন্ধু না দেখিয়া তোরে।।
ফকির ওহাবে কহে এই সাধ মোরে। গলে হার করি বন্ধু গাঁথিয়া রাখম তোরে।।