• কি হৈল আমারে রে বন্ধু কি হৈল আমারে
    কি হৈল আমারে রে বন্ধু কি হৈল আমারে। দিবা নিশি ঝুরে প্রাণি না দেখিয়া তোরে।। এই সাধ করি মনে তোর লাগত পাই। তোমার পদের ধূলী নয়ানে লাগাই।। কামবাণে হানে প্রাণি না দেখিলে প্রিয়া। গৃহছাড়া হৈয়া যাই তুই বন্ধুর লাগিয়া।। সাধিয়া আপনা কাজ ছাড়ি গেল মোরে। পাগল হইলাম বন্ধু না দেখিয়া তোরে।। ফকির ওহাবে কহে এই […] keyboard_arrow_right
  • নিশি হৈল শেষ, রে প্রাণের বন্ধু নিশি হৈল শেষ
    নিশি হৈল শেষ, রে প্রাণের বন্ধু নিশি হৈল শেষ। ধু রাত্রি পোসাইয়া যায়, কোকিলে পঞ্চম গায়, নিদ্রাতে পাইয়াছে বড় সুখ। অভাগিনী বসিয়া রে, নিশি গোঞাইলুম, উঠ এবে দেখি চান্দ মুখ।। আমার মাথাটি খাও, উঠ এবে ঘরে যাও, কাকুতি করিয়া বোলি তোরে। রাত্রি প্রত্যুষ হৈলে, লোকে দেখিব তোরে, কলঙ্কিনী করিব আমারে।। কলঙ্ক রাখিলে মোর, ভাল না […] keyboard_arrow_right
  • শ্যাম বন্ধু হ’, কালা রে রতন
    শ্যাম বন্ধু হ’, কালা রে রতন, দরশন বিনে আমার অসারের জীবন। শ্যাম বন্ধু হ’, আব-আতস-খাক বাদে বানাইয়াছ ঘর; তার মাঝে আছইন বন্ধু বিনন্দ নাগর। শ্যাম-বন্ধু হ’, একই ঘরে থাকি বন্ধু, না পাইলাম ধুড়িয়া; তোমার দরশনের লাগি’ আমি হইয়াছি পাগল। শ্যাম বন্ধু হ,’ সর্ব অঙ্গ খাওদ কাগা না রাখিয়ো বাকী; কৃষ্ণ দরশনের লাগি রাখো দুইটি আঙ্খি। […] keyboard_arrow_right
  • হায়রে তুমি বিনে কে আছে আমার রে
    হায়রে তুমি বিনে কে আছে আমার রে। হায়রে বন্ধু, অনাথের নাথ, হায়রে বন্ধু তুমি বিনে কে আছে আমার। বন্ধুরে তোরই সনে প্রেম করি মুই হৈলু লোকের বৈরী,জগতে রহিয়া গেল মোর খুটা। আউলাইয়া মাথার কেশ মুই হইল পাগলের বেশ, যথায় তথায় যাইমুরে চলিয়া। বন্ধুরে হায়রে কঠিন বন্ধ কঠিন তোমার মন রে, রাখ প্রাণী দরশন দিয়া রে। […] keyboard_arrow_right
  • হায়রে বন্ধু, বন্ধু তুমি রসিয়ার নাগর
    হায়রে বন্ধু, বন্ধু তুমি রসিয়ার নাগর, তোমার পিরিতে তনু মোর হইল জরজর। ধু তোমার পিরিতে রে বন্ধু, তনু হইল মোর ক্ষীণ। মিছা আশা দিয়া বন্ধু ভাঁড় কতোদিন। শোভা নাই, ছুরত কেনে পাইমু তোরে। বেনিশানের নিশান আমি পাইমু কোথা গেলে। বেনিশানের নিশান আমি যেই হেনে পাইমু, চরণের ধুলা হইয়া তাঁর চরণে লাগিমু। কদমতলে বসি’ বন্ধু বাজাও […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ