নিশি হৈল শেষ, রে প্রাণের বন্ধু নিশি হৈল শেষ। ধু
রাত্রি পোসাইয়া যায়, কোকিলে পঞ্চম গায়, নিদ্রাতে পাইয়াছে বড় সুখ।
অভাগিনী বসিয়া রে, নিশি গোঞাইলুম, উঠ এবে দেখি চান্দ মুখ।।
আমার মাথাটি খাও, উঠ এবে ঘরে যাও, কাকুতি করিয়া বোলি তোরে।
রাত্রি প্রত্যুষ হৈলে, লোকে দেখিব তোরে, কলঙ্কিনী করিব আমারে।।
কলঙ্ক রাখিলে মোর, ভাল না হইব তোর, মোর রইব জনমের খোটা।
আমি নারী অভাগিনী, এই দুঃখে দহে প্রাণি, ননদিনী হৈল মোর কাঁটা।।
* * *
ফকির ওহাবে কয়, প্রাণি দিবার মনে লয়, তিলেক না দেখি চান্দ মুখ।।