শ্যাম বন্ধু হ’, কালা রে রতন, দরশন বিনে আমার অসারের জীবন।
শ্যাম বন্ধু হ’, আব-আতস-খাক বাদে বানাইয়াছ ঘর;
তার মাঝে আছইন বন্ধু বিনন্দ নাগর।
শ্যাম-বন্ধু হ’, একই ঘরে থাকি বন্ধু, না পাইলাম ধুড়িয়া;
তোমার দরশনের লাগি’ আমি হইয়াছি পাগল।
শ্যাম বন্ধু হ,’ সর্ব অঙ্গ খাওদ কাগা না রাখিয়ো বাকী;
কৃষ্ণ দরশনের লাগি রাখো দুইটি আঙ্খি।
শ্যাম বন্ধু হ’, কইন তো ফকির ওহাব আলী নদীয়ার কূলে বইয়া;
পাইমু পাইমু করি, আমার দিন তো যাইতরা গইয়া।