হায়রে তুমি বিনে কে আছে আমার রে।
হায়রে বন্ধু, অনাথের নাথ, হায়রে বন্ধু তুমি বিনে কে আছে আমার।
বন্ধুরে তোরই সনে প্রেম করি মুই হৈলু লোকের বৈরী,জগতে রহিয়া গেল মোর খুটা।
আউলাইয়া মাথার কেশ মুই হইল পাগলের বেশ, যথায় তথায় যাইমুরে চলিয়া।
বন্ধুরে হায়রে কঠিন বন্ধ কঠিন তোমার মন রে, রাখ প্রাণী দরশন দিয়া রে।
আমি নারী তুমিরে পতি একই গৃহেতে বসতি, ঘরের গৃহী না পাই ধুড়িয়া ।
আব্দুল কাদিরের বালক ত্রিজগতে নাই লখ্‌ রহিলু কেবল মুর্শিদের দিকে চাইয়া ।
ফকির ওহাবে কয় এই শেল খসিবার নয় এই সেল খসিব ওহাব মইলে।