কীরক মুখে শুনি জরতি-আগমন
চলু সভে রবিক মন্দিরে।
গন্ধ মাল্যবর ষোড়শ উপচার
আর কত কত উপহারে।।
দেখ বিপ্র-বেশধর শ্যাম।
জরতিক আগে যাই কহই শুন।
বিশ্বশর্ম্ম মঝু নাম।।
সো শ্যাম বচন মুরতি হেরি তৈখন
পরণাম করি কহে সোয়।
ধৈরজ-প্রকৃতি দেখি চিতে লাগল
অতয়ে বরণ কৈলুঁ তোয়।।
নিতি নিতি আসি পূজায়বি সুরদেব
দেয়বি শুভ-বর জোই।
গোধন রতন পূরণ মঝু সূতক
বধূক সতীগণ হোই।।
শ্যাম কহত তব ঐছন হোয়ব
পূজবি পশুপতি সূর।
রয়নী দিন মাহা নীতি পূজায়ব
তবহিঁ মনোরথ পূর।।
পুনাহ কহত উহ ঐছন হোয়ব
তেজিয়ান তুহঁ ব্রহ্মচারি।
শুনি এত বচন চাহি পুন আনন
মনহি হাসই ব্রজ-নারি।।
নানাবিধ বরণ পূজন করি কতক্ষণ
আর কত কত বর-রঙ্গ।
যোই করত সোই প্রেমক সঙ্গতি
অতয়ে নহত তছু ভঙ্গ।।
বেলি অবসান হেরি সভে আকুল
গমন কয়ল নিজ গেহ ।
গোবিন্দদাস কহ আপন বশ নহ
বিরহে অবশ সব দেহ।।