কী ফল পরিচয়-কথন অনেক।
জানবি তব যব হব পরতেখ।।
যো দরশনে হোয় পরম আনন্দ।
সো অবধারবি যদুকুল চন্দ।।
শুন তভু কহি কছু নিরুপম রূপ।
জগজন লোচন-অমিয়া-স্বরূপ।।
লাবণি-লহরি-ললিত সব অঙ্গ।
ভ্রূ ধনু-নটন মদন-ধনু-ভঙ্গ।।
দাড়িম দশন হসন সুধা-কেলি।
বদন তুলনা নহ চাঁদ শত মেলি।।
কত মরকত জিতি বাহু সুদণ্ড।
গোপী-বসন হরণ হঠ চণ্ড।।
পরিসর উর কিয়ে মরকত-ঠাট।
বিধি নিরমিল জনু কাম-কপাট।।
ততহি লোল বন-মাল বিটঙ্ক।
হেরইতে সতীগণ মদন আতঙ্ক।।
নাভি-সরোবর সুগভীর জান।
রমণিক নয়ন সফরি জনু মান।।
উরুযুগ রাম-কদলি অনুমান।
কিয়ে রমণী-মন-করিণি-আলান।।
পাদ-পদুম কত পদুম বিলাস।
নারি-মন-মধুকরি করতহিঁ আশ।।
ততহিঁ বিরাজত দশ নখ চাঁদ।
যুবতিক যৈছন মন শশ-ফাঁদ।।
তাকর কি কহব অবলা বাখান।
রাধামোহন-পহুঁ রূপ-নিধান।।