কুঞ্চিত কুন্তলে মল্লী বল্লী বেড়াইয়া।
বেঁধেছে বিনোদ চূড়া বামে হেলাইয়া।।
কাল গলে লাল মালা তাড়বালা হাতে।
ভূবন মোহন বাঁশী আছে অধরেতে।।
নীলমণি কিরণ বরণ উজিয়াল।
ত্রৈলোক্য মোহন এক সুন্দর ছাওয়াল।।
আমারে ডাকয়ে কর কমল লাবণ্য।
বাম করে বেণু শোভে ত্রিজগত ধন্য।।
দক্ষিণ হস্তে ঘন করয়ে আওভান।
দেখিয়া বিভোল তারে করু পরণাম।।