কুণ্ডে সিনান কয়ল দুহুঁ মেলি।
সহচরিগণ সঞে করু জলকেলি।।
বসন বিভূষণ পহিরণ বেলি।
নিভৃত নিকুঞ্জ মাঝে চলি গেলি।।
রতন পীঠ পরি কিশোরি কিশোর।
বৈঠল দুহুঁজন আনন্দে ভোর।।
বৃন্দা দেবি যোগায়ত তাই।
বহুমত ফল মূল বিবিধ মিঠাই।।
ভোজন করু দুহুঁ সখিগণ সঙ্গে।
মধুসূদন কব হেরব রঙ্গে।।