রাধা মাধব বিহরই কুণ্ডক তীর। সখীগণ সঙ্গে কুসুম তহিঁ তোড়ই কুন্দ কমল করবীর।।ধ্রু।। নব নব পল্লবে শেজ বিছায়ই কুঞ্জ সমীপহি রাখি। ফল-ফুলে সকল তরু-বর শোভিত দুহুঁজন আনন্দে দেখি।। সুশিতল চন্দন দুহুঁ অঙ্গে লেপন বৈঠলি কৌতুক রঙ্গে। কোই কোই সখিগণ বীজই বীজন আনন্দ বিভোল অঙ্গে।। দোহেঁ দোহাঁ হেরি রঙ্গে মুখ চুম্বই যৈছনে কমলে মধূপ। কাঞ্চন মরকতে […]
keyboard_arrow_right