ব্রজজন ঐছে দশা হেরি এক সখি
মথুরা কয়ল পয়ান।
বিরহক তাপে তপত তনু ঝামর
ঐছন ভেটল কান।।
মাধব এতহুঁ নিঠুর কাহে ভেলি।
সো কুলকামিনি বিরহ-বিয়াধিনি
নবমি দশা বহি গেলি।।
মন্দির তেজি তপন-তনয়া-তট
কুঞ্জহি সখিগণ ঘেরি।
কিশলয় শয়নে মূদল দুয় লোচনে
বদন রহল সবে হেরি।।
অব জানি দশমি দশা পরবেশল
শ্বাস আশ দূরে গেল।
কহ মধুসূদন সবহুঁ বরজ-জন
জিবন কণ্ঠগত ভেল।।