করহি মুরলি না দেখিয়া।
কহে কানু গরগর হিয়া।।
কে নিল মুরলি প্রিয় মোর।
তুহুঁ সব সখীগণ চোর।।
কহে সভে কে নিল মুরলি।
কি বা লৈয়া করিবা খুরলি।।
কাননে ফেলিয়া হৈয়া ভোর।
আমা সভাকারে কহ চোর।।
ইঙ্গিত নয়ান চালিলা।
বুঝি শ্যাম রাইকে ধরিলা।।
কক্ষ বক্ষ সব উকটিলা।
তমু সে মুরলি না পাইলা।।
তবহুঁ মিনতি করু কান।
তুহুঁ সে মুরলি দেহ কান।
তবে সখীগণ আনি দিল।
নাগর মুরলি করে নিল।।
কত কত ঐছন বিলাস।
কহ মধুসূদন দাস।।