বিরহ-ব্যাকুল বকুল তরু-তলে
পেখলুঁ নন্দ-কুমার রে।
নীল-নীরজ- নয়ানে সো সখি
ঝরই নীর অপার রে।।
দেখি মলয়জ পঙ্ক মৃগমদ
তামরস ঘন-সার রে।
পাণি-পল্লবে মুন্দি লোচন
ধরণী পড়ু অসম্ভার রে।।
বহয়ে মন্দ সু- গন্ধ-শীতলা
মঞ্জু মলয়-সমীর রে।
জনু প্রলয়-কালকো প্রবল পাবক
পরশে দহই শরীর রে।।
অধিক বেপথু টূটি পড়ু ক্ষিতি
মসৃণ মুকতার মাল রে।
অনিল-তরল তমাল-তরু জনু
মুঞ্চ সুমনস-জাল রে।।
মান-মণি ত্যজি সুদতি চলু যহি
রায় রসিক সুজান রে।
সুখদ শ্রুতি অতি সরস দণ্ডক
সুকবি ভণ কণ্ঠহার রে।।