কুবলয় হাতী ধায় বেগে অতি
মারিতে এ দুই ভাই।
গরজি গরজি দশন ফিরজি
দু ভাই চিরিতে যায়।।
লটাপটি শুণ্ডে যেন বাহুদণ্ডে
প্রচণ্ড প্রতাপভরে।
গিয়া সে কানুর ধরল দু বাহু
অতি সে নিবিড় সরে।।
ধরি করিশুণ্ড দু ভাই প্রচণ্ড
উথারি দশন দুই।
কুবলয় পায় অতি অনুশয়
দশন এই দুই লই।।
দেখিল পড়ল কুবলয়-বল
কংসের হইল ভয়।
স্থির নাহি মানে ভাই দুই জনে
করেতে দশন লয়।।
হেনক সময়ে চাণূর মুষ্টিক
ডাকিয়া আনিল কংস।
তোমরা দুজনে বল পরিক্রমে
কৃষ্ণ বলরামে ধ্বংস।।
চাণূর মুষ্টিক আসি দেখা দিল
কৃষ্ণ বলরাম পাশে।
বাজিল বচন বোলা চারি ঘন (?)
কহেন এ চণ্ডীদাসে।।