কুবোল বাহির হৈল আমার বদনে।
তে কারণে ছাড়ি গেল নন্দের নন্দেনে।।
হরি হরি প্রাণ মোর কেন নাহি যায়।
যথা গেলে গোবিন্দের দরশন পায়।।
কে হরিয়া নিল আজি মোর প্রাণ নাথ।
কান্দিতে কান্দিতে বলি আইস জগন্নাথ।।
সহজে অবলা আমি বুদ্ধি যে পাতল।
কি বলিতে কি বলিল পাল্য তার ফল।।
এত বলি কান্দে গোপী অচেতন হইয়া।
শ্যামল সুন্দর কৃষ্ণ মনেতে ভাবিয়া।।