কুলবতি হইআ পিরিতি করিলাম
জাহারে পাইবার আষে।
সে বন্ধু নাগর আমারে ছারিবে
হারাইলাম করম দোসে।।
বিধি কি আর বলিব তোরে।
রসিক-সিকর পরম দুর্ল্লব
পুননি মিলিবে মরে।।
আমি তো অবলা কুলবতি বালা
ভালমন্দ নহে জানি।
এমত নাগর রসিক-সিকর
কেবা মিলাইবে আনি।।
জাহার কারন আমার পরান
আর কিছু নহে আষে।
অনেক যতনে পাইবে নাগর
কহে দিজ চণ্ডিদাষে।।