কুসুমিত কুঞ্জ কলপতরু কানন
মণিময় মণ্ডপ মাঝ।
আইলা কলাবতি সবজন সঙ্গতি
করে লই পূজনসাজ।।
কুঙ্কুম চন্দন কেশর অনুপম
চম্পকমালতিমাল।
বহুবিধ বনফুল নীর সুশীতল
বহু উপহার রসাল।।
ভানুভবনে ধরি রাখল সারি সারি
দধি-ঘৃত রতন প্রদীপ।
সহচরি মেলি কেলি কলাবতি
বৈঠলি দেব-সমীপ।।
নিজ রসে ভাসি হাসি ধনি বোলই
শুনহ কাননদেবি।
দেবপূজন বিধি যেজন জানয়ে
তাহিক আনহ সেবি।।
রাইক চরতি জানিয়া শেখর
যাই মিলল বটুপাশে।
বচন বিশেষে লেই মধুমঙ্গল
আওলি দেব আওয়াসে।।