কৃষ্ণ গেলে মরিব সখী তাহে কিবা কাজ।
কৃষ্ণের সাক্ষাতে মৈলে কৃষ্ণ পাবে লাজ।।
অল্প ধন লোভ লোকে এড়াইতে পারে।
কানু হেন ধন সখী ছাড়ি দিব কারে।।
কা সনে করিব ক্রীড়া যমুনার কূলে।
কে আর ঘুচাবে সখী বিরহ আকুলে।।
কেমনে ধরিব প্রাণ কানু না দেখিয়া।।
রথে চড়ি যান কৃষ্ণ না চান ফিরিয়া।।
মথুরা যাইলে কৃষ্ণ না আসিবে হেথা।
নানা রূপে গুণেতে সুন্দরী আছে তথা।।
তাহা সনে ক্রীড়া যবে করিব মুরারি।
পাসরিব আমা হেন সব বনচারী।।
যত দূর যায় অক্রূর কানাই লইয়া।
ততদূর চাহে গোপী একদৃষ্টি হইয়া।।