কেন বা পিরীতি কৈনু কালা কানুর সনে।
ভাবিতে অসার তনু জারিলেক ঘুণে।।
কত ঘর বাহির হইব দিবারাতি।।
বিষম হইল কালা কানুর পিরীতি।।
না রুচে ভোজন পান তেজিলুঁ শয়নে।
বিষ মিশাইল যেন এ ঘর করণে।।
ঘরে গুরু দুরজন ননদিনী আগি।
দু আঁখি মুদিলে বলে কাঁদে শ্যাম লাগি।।
আকাশ জুড়িয়া ফাঁদ যাইতে পথ নাই।
কহে বড়ু চণ্ডীদাস মিলিবে হেথাই।।