“কেবা আইসে দূর পর হই
না দেখি আছিনু ভাল।
তোমারে দেখিতে হৃদয়ে আনল
দিগুন জ্বলিয়া গেল।।
কাননে আনল জলিলে নিভায়ে
জদি বা মেঘের লেহা।
বারি পরসনে দারূন কাননে
নিভায়ে তিলেক দেহা।।
এমতি আনল হিয়ায়ে পসিল
কিসেতে নিভায়ে বল।
ভস্ম আৎসাদনে তাহে ঘৃত দিয়া
অধিক করিয়া জাল।।
ধিকি ধিকি সদা অন্তর-আনল
জলছে এ রাতি দিনে।
তাহে তুমি আনি ঘৃতের আহুতি
আসিয়া দিলে বা কেনে।।
একে বিরহিনি তাপেতে তাপিনি
ছিলাঙ তাপিত হিঞা ।
শ্যাম-পরসঙ্গ কহিলে শ্রবণে
নিভাইব কিবা দিয়া ।।
এই তনু দেখ তাহার বিরহে
প্রতিমা আছয়ে সারা।
হৃদয় বিদারি জদি বা দেখাই
তবে হবে পাতিআরা।।
নয়নের নির নিসি দিসি ঝরে
সাঁঙন মাসের ধারা।”
চণ্ডিদাস কহে– নিরবধি লেহে
পরাণ তেজিবে পারা।।