কেবা নিরমাল্য এহেন পীরিতি
আখর গণিঞা তিন।
প্রথম সময়ে মধুর বিষয়ে
পরিণামে এই চিন।।
জথা পাই লাগি উঠিছে জে আগি
জা করি মনেতে আছে।
ভাল মতে তার সাজাই করিব
জাইঞা তাহার কাছে।।
এ দেহ তাপিত ভাজিল দুগুণ
দোষ গুণ নাহি জানি।
কেনে হেন করে অবলার দেহ
অখল কুলের ধনি।।
পীরিতি গরল না হএ সরল
কুটিল জনার বস।
রসে রসাইঞা পীরিতি পৈসল
করিল জনার বস।
পর কি জানএ আনের বেদন
আন কি জানএ আন
পীরিতি জেখানে জাইব সেখানে
চণ্ডিদাস গুণ গান।।