কেবা সে প্রকৃতি পুরুষ কেবা।
কেবা সে মানুষ কার করে সেবা।।
প্রকৃতি বলিয়া বলয়ে জগতে।
প্রকৃতি কি বস্তু না জানে তত্ত্বে।।
রসের মাধুরী সবা হইতে ভারি
বুঝিতে শকতি কার।
এ সব বিরল অদভুত সকল
ইহাতে মানুষ অধিকার।।
চণ্ডীদাস কহে পাইতে বিরল
এইত মানুষ রস।
যাহার আলাপে দুখ ভয় ভাঙ্গে
সবা হইতে প্রেম-রস।।