কেমনে পাইমু তারে যার লাগিয়া ঝুরে মন ? সে বিনে সই বাঁচে না জীবন।
কি যাদু করিল মোরে রহিতে না পারি ঘরে
এগো চম্‌কে চম্‌কে উঠে মনে সদায় মন উচ্চাটন ।
চান্দরূপে দেখা দিল রূপ দেখাইয়া প্রাণে মারিল
এগো এখন কোথায় লুকাই রইল পাইনা তার দরশন।
মনের দুঃখ মনে রইল যে আমারে প্রাণে মাইল
এগো পাইলে তার ধরমু গলে কহিমু দুঃখের বিবরণ।
রূপের ঝলক দেখাইয়া প্রাণটি কাড়ি নিল গিয়া
এগো আমারে যে প্রাণে মাইল সে মইল না কি কারণ।
ফকির রহিমুদ্দিন বলে তারে পাইমু কোন্‌ কালে
এগো লাহুতে লুকাইয়া রহিছে সদায় মানুষ প্রাণের ধন।