হরে কোনু নাম জপেরে শ্যাম-বন্ধের বাঁশীয়ে তোমরা জানো নিরে প্রাণ সজনি।। আর যেই নাম বাঁশীয়ে জপে সেই নামে ভেদ পাইলে গো নাইকো তার লাজ-ভয় হইবে রাধা কলঙ্কিনী, প্রাণ-সজনি।। আর দমে নাম মিল করি, আল্লা, বাঁশী উপর ধিয়ান করি গো দেখ্ চাইয়া তোর দেহার মাঝে বিরাজ করে লীলমণি, প্রাণ-সজনি।। আর যেই নাম বাঁশীয়ে জপে সেই নামের […]
keyboard_arrow_right