• কেমনে পাইমু তারে যার লাগিয়া ঝুরে মন
    কেমনে পাইমু তারে যার লাগিয়া ঝুরে মন ? সে বিনে সই বাঁচে না জীবন। কি যাদু করিল মোরে রহিতে না পারি ঘরে এগো চম্‌কে চম্‌কে উঠে মনে সদায় মন উচ্চাটন । চান্দরূপে দেখা দিল রূপ দেখাইয়া প্রাণে মারিল এগো এখন কোথায় লুকাই রইল পাইনা তার দরশন। মনের দুঃখ মনে রইল যে আমারে প্রাণে মাইল এগো […] keyboard_arrow_right
  • কোন নাম জপে গো শ্যাম বন্ধের বাঁশী
    কোন নাম জপে গো শ্যাম বন্ধের বাঁশী জান কিগো প্রাণ সজনী বাঁশীর মাঝে যাদুর ফাঁসী আমার নিল গো পরাণী। যেই নাম বাঁশীয়ে বলে সেই নামের ভেদ পাইলে গো এগো লাহুতের তালা খোলে অন্ধকার হয় রৌশনি। এই নাম পাশরিলে মরণ হইব সেই কালে গো এগো জাতি আর ছিফতি নুরে ঐ নামের ভেদখানি। ত্রিপুন্নিয়ার ঘাটে বসি কালাচান্দে […] keyboard_arrow_right
  • হরে কোনু নাম জপেরে শ্যাম-বন্ধের বাঁশীয়ে
    হরে কোনু নাম জপেরে শ্যাম-বন্ধের বাঁশীয়ে তোমরা জানো নিরে প্রাণ সজনি।। আর যেই নাম বাঁশীয়ে জপে সেই নামে ভেদ পাইলে গো নাইকো তার লাজ-ভয় হইবে রাধা কলঙ্কিনী, প্রাণ-সজনি।। আর দমে নাম মিল করি, আল্লা, বাঁশী উপর ধিয়ান করি গো দেখ্‌ চাইয়া তোর দেহার মাঝে বিরাজ করে লীলমণি, প্রাণ-সজনি।। আর যেই নাম বাঁশীয়ে জপে সেই নামের […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ