কোথায় আছিল গোরা এমন সুন্দর।
ও রূপে মুগধ কৈল নদীয়া নগর।।
বান্ধিয়া চিকণ কেশ দিয়া নানা ফুলে।
রঙ্গণ মালতী যূথী বান্ধুলী বকুলে।।
মধু-লোভে মধুকর তাহে কত উড়ে।
ও রূপ দেখিতে প্রাণ নাহি রহে ধড়ে।।
মণি-মুকুতার হার ঝলমল বুকে।
প্রতি অঙ্গে আভরণ বিজুরী চমকে।।
কুঙ্কুম লেপিত অঙ্গ চন্দন মিশালে।
আজানুলম্বিত ভুজ বনমালা গলে।।
মন্থর চলনি গতি দুদিগে হেলনি।
অমিয়া উথলে কিবা গ্রীবার দোলনি।।
চলিতে মধুর-নাদে নূপুর বাজে পায়।
বলরাম দাস বলে নিছনি যাঙ তায়।।