“কোথায় রে সাজিয়েছ।
কাহার জনম সফল করিতে
এ বেশ বনায়েছে।।”
চাঁদমুখ চেয়ে যশোদা জননী
পড়ে মুরছিত হয়ে।
“কেমনে বাঁচিব তিলেক না জীব
দেখহ বেকত হয়ে।।
কিসের কারণে এ ঘর-করণে
আগুনি ভেজায়ে দিয়া।
তোমার বিহনে মরিব সঘনে
যাব সে বাহির হয়া।।
কেবল নয়ন- তারার পুতলি
তোমা না দেখিলে মরি।
যখন দেখিয়ে ও চাঁদ বদন
তবে সে চেতন ধরি।।
যবে যাহ গোঠে ধেনুগণ লয়ে
যেখানে থাকয়ে প্রাণ।
যবে সে শুনিয়ে কুশল-বারতা
শুনিয়ে বেণুর সান।।
অনেক তপের ফল পরশনে
পাই যে তোমা সে ধনে।
বিহি নিকরুণ এবে সে জানল–”
দীন চণ্ডীদাস ভণে।।