কো ইহ পুন পুন করত হুঙ্কার।
হরি হাম জানি না কর পরচার।।
পরিহরি সো গিরিকন্দর মাঝ।
মন্দিরে কাহে আওল মৃগরাজ।।
সো নহ ধনি মধুসূদন হাম।
চলু কমলালয় মধুকরি ঠাম।।
এ ধনি শুনহ হাম ঘনশ্যাম।
তনু বিনে গুণ কিয়ে কহে নিজ নাম।।
শ্যামমূরতি হাম তুহুঁ কি না জান।
তারাপতি ভয়ে বুঝি অনুমান।।
ঘরহুঁ রতন দীপ উজিয়ার ।
কৈছনে পৈঠব ঘন আন্ধিয়ার।।
রাধারমণ হাম কহি পরচার।
রাকা রজনি নহ ঘন আন্ধিয়ার।।
পরিচয়পদ যবে সব ভেল আন।
তবহিঁ পরাভব মানল কান।।
তৈখনে উপজল মনমথ সূর।
অব ঘনশ্যাম মনোরথ পূর।।