কৈলে বঁধুর কথা কৈও গাইলে শ্যামের গীত গাইও, মনুরা ভাই।
বেদ অংশ দিয়া এ ঘর বান্ধিয়া তাতে খেলে ঘরের গৃহী।
হৃদের অন্তরে যেই পঞ্চবাজারে বাজে রাজধ্বনি শ্রী।
মন সদাগরে যেই পঞ্চবাজারে নিত্য কিনে রাজধ্বনি।
তেজি ভব মায়া চিন নিজ কায়া গুরু কাছে তত্ত্ব জানি।
উপরে মূড়া তাতে সপ্তদ্বার বেদদ্বারে সুরধ্বনি।
দক্ষিণ উত্তরে এ যুগ দুয়ার পরে বাজায় বংশী শুনি।
যত মুনি ঋষি নিত্য বাজায় বাঁশী আপে গুরু সূক্ষ্মধ্যানী।
তত্ত্ব পন্থ সার বংশী বিনে আর নাহি জানে শুদ্ধ জ্ঞানী।
আলি রাজা গুরুপদে এর্শাদুল্লাহ ভণে নিত্য লীলা-দাঁড় বাইও।
ভাটি আর উজানি সঙ্গে নৌকাখানি সদায় পরম নাই লইও।