কৈল অন্ধকার মেঘে কৈল অন্ধকার চিনিতে না পারি পীন তনু আপনার।
যে ক্ষণে ইতুর পূজা ভাঙ্গিল কানাই তখনে জানিলুম গোকুলে ভালাই নাই।
গোকুলের ব্রজাণী শুয়ার ঘরের ধেনু এহার বধের ভাগী হইব দুধের রামকানু।
সৈয়দ মর্তুজা কহে শুন মন দিয়া সে কথা ভাবিতে মোর আর না লয় হিয়া।