কো উহ শ্যাম সুজান।
কি মধুর মধুর তাক গুণমাধুরি
কো শুনি ধরব পরাণ।।ধ্রু।।
গায়ক সুর পর- বীণ বেণু সঞে
গায়ত কত কত ভাঁতি।
লাগল কুবুধি সাধে কত যতনহি
দূরে শুনলুঁ শ্রুতি পাতি।।
চলইতে চরণ অচল চিত চঞ্চল
ধৈরজ রহব কি মোর।
লোচন বারি নিঝরে ঝরু ঝরঝর
নহই নিবারণ থোর।।
হোয়ল বিষম কি করব প্রাণসখি
আন শ্রবণ নাহি ভায়।
নরহরি ভণ তছু ঐছে রীত ধনি
তা বিনু বিফল উপায়।।