গঞ্জে গঞ্জুক গুরুজন তাহে না ডরাই।
ছাড়ে ছাড়ুক নিজ পতি আপদ এড়াই।।
বলে বলুক পাড়ার লোক তাহে নাহি ডর।
না বলে না ডাকে নাহি যাব তার ঘর।।
ধরম করম যাউক তাহে না ডরাই।
মনের ভরমে পাছে বন্ধুরে হারাই।।
কালা মাণিকের মালা গাঁথি নিব গলে।
কানুগুণযশ কানে পরিব কুণ্ডলে।।
কানু অনুরাগ রাঙ্গা বসন পরিয়া।
দেশে দেশে ভরমিব যোগিনী হইয়া।।
যদুনাথ দাসে কহে এহি মনে সাধ।
হয় হউক জগ ভরি কালা পরিবাদ।।