গণি গণি মাহ জৈঠ অব পৈঠল
আনল সম সব জান।
কানন গহন দাব-ঘন দাহন
ভয়ে মৃগি করত পয়ান।।
মধুরিম আম্র পনস সরসাবলি
পাকল সকল রসাল।
কোকিলগণ ঘন কুহু কুহু বোলত
শুনি যেন বজর বিশাল।।
ইথে যদি কাঞ্চন-বরণ গৌর-তনু
দরশন আধ তিল হোই।
তব দুখ সকল সফল করি মানিয়ে
কি করব ইহ সব মোই।।
মধুকর-নিকর সরোরুহ-পর মধু
বেরি বেরি পিবি করু গান।
ঐছন গৌর-বদন-সরসীরুহ-
মধু হাম করব কি পান।।