দুখময় কাল কাল করি মানিয়ে আওল পাপ বৈশাখ। দিনকর-কিরণ দহন সম দারুণ ইহ অতি কঠিন বিপাক।। খরতর পবন বহই সব নিশি দিন উমরি গুমরি গৃহ মাঝ। গোরা বিনু জিবন রহয়ে তছু অন্তরে তাহে দুখ সমূহ বিরাজ।। মন্দ তরঙ্গিত গন্ধ সুগন্ধিত আওত মারুত মন্দ। গৌর-সুসঙ্গ-বিভঙ্গ যদঙ্গহি লাগয়ে আগি-প্রবন্ধ।। কো করু বারণ বিরহি-নিদারুণ পর কারণ দুখ-ভাগী। করুণাবরুণালয় […]
keyboard_arrow_right