পহিলহি মাঘ গৌর বরনাগর
দুখ-সাগরে হামে ডারি।
রজনিক শেষে শেজ সঞে ধায়ল
নদিয়া করি আন্ধিয়ারি।।
সজনী কিয়ে ভেল নদিয়াপুর।
ঘরে ঘরে নগরে নগরে ছিল যত সুখ
এবে ভেল দুখ পরচুর।।ধ্রু।।
নিজ সহচরিগণ রোয়ত অনুখণ
জননি লুঠত মহি রোই।
হা হা মরি মরি করি করি ফুকরই
অন্তর গর গর হোই।।
সো নব-নাগর রসময়-সাগর
যদি মোহে বিছুরল সোই।
তব কাহে জীউ ধরব হাম সুন্দরি
জনম গোঙায়ব রোই।।