দোসর ফাগুন গুণগণে নিমগন
ফাগু-সুমণ্ডিত অঙ্গ।
রঙ্গে সুরঙ্গে মৃদঙ্গ বাজাওত
গাওত কতহুঁ তরঙ্গ।।
সজনী সুন্দর গৌর কিশোর।
রসময় সময় জানি করুণাময়
অব ভেল নিরদয় মোর।।ধ্রু।।
কুসুমিত কানন মধুকর গাওন
পিকুকুল ঘন ঘন বোল।
গৌর-বিরহ-দাব-দাহে দগধ হাম
মরি মরি করি উতরোল।।
মৃদু মৃদু পবন বহই চিত-মাদন
পরশে গরল সম লাগি।
যাকর অন্তরে বিরহ বিথারল
সো জগ ভরি দুখভাগী।।