আওল ভাদর কো করু আদর
বাদর তবহুঁ না যাত।
দাদুর-দাদুরি-রব শুনি বেরিবেরি
অন্তরে বজর-বিঘাত।।
কি কহব রে সখি হৃদয়ক বাত।
পরিহরি গৌর-চন্দ্র কাহাঁ রাজত
দুয় এক সহচর সাথ।।ধ্রু।।
যদি পুন বেরি শান্তিপুর আওল
নাহি আওল নিজ ধাম।
তাহাঁ সংকীর্ত্তন প্রেম বিথারল
পূরল তছু মনকাম।।
দুরগত পতিত দুখিত যত জিব-চয়
তাহে করুণা করু যোই।
কাহে পুন তাপ-রাশি পরিপূরিয়া
অব মোহে তেজল সোই।।