আওল পৌষ মাহ অতি দারুণ
তাহে বন শিশির-নিপাত।
থরহরি কম্পি কলেবর পুন পুন
বিরহিনি পর উতপাত।।
সজনী অব কি হেরব গোরা-মুখ।
গণি গণি মাহ বরিখ অব পূরল
ইথে পুন বিদরয়ে বুক।।ধ্রু।।
তোমারে কহিয়ে পুন মরমক বেদন
চিত মাহা কর বিশোয়াস।
গৌর-বিরহ-জরে ত্রিদোষ হৈয়াছে যারে
তাহে কি ঔষধ অবকাশ।।
এত শুনি কাহিনি নিজ সব সঙ্গিনি
রোই রোই সব জন ঘেরি।
দাস ভুবন ভণে ধৈরজ ধরহ মনে
গৌরাঙ্গ আসিবে পুন বেরি।।