আওল কার্ত্তিক সব জন নৈত্যিক
সুরধুনি করত সিনান।
ব্রাহ্মণগণ পুন সন্ধ্যা তর্পণ
করতহি বেদ বাখান।।
সখি হে হাম ইহ কছু নাহি জান।
গৌরচরণ-যুগ বিমল সরোরুহ
হৃদি করি অনুখণ ধ্যান।।ধ্রু।।
যদি মোর প্রাণ-নাথ বহুবল্লভ
বাহুড়য়ে নদিয়াপুর।
ধরম করম তব কছু নাহি খোঁজব
পীয়ব প্রেম মধুর।।
বিধি বড় দারুণ অবিধি করয়ে পণ
সরবস যাহে যোই দেই।
তাকর ঠামে লেই পুন পরিহরি
পাপ করয়ে পুন সেই।।