গদাধর নরহরি করে ধরি গৌরহরি
প্রেমাবেশে ধরণী লোটায়।
কহিলে না হয় তহুঁ ফুকরি ফুকরি পহুঁ
বৃন্দাবিপিনগুণ গায়।।
নিজ লীলানিধুবন সোঙরিয়া উচাটন
কাঁদে পহুঁ যমুনা বলিয়া।
নয়ানে ঝরিছে কত সুরধুনী ধারা মত
দর দর চিবুক বাহিয়া।।
সুবলের শুদ্ধ সখ্য বৃন্দাদেবীর প্রিয়বাক্য
ললিতার ললিত সুলেহ।
বিশাখার প্রেমকথা সোঙারি মরমে ব্যথা
কহি কহি না ধরয়ে থেহ।।
কাঁহা মোর প্রাণেশ্বরী কাঁহা গোবর্দ্ধনগিরি
কাঁহা মোর বংশী পীত বাস।
প্রেমসিন্ধু উথলিল জগত ভরিয়া গেল
না বুঝিল যদুনাথ দাস।।